ঈশ্বরদীতে কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমানের জামিন মঞ্জুর
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে পাবনা আমলি আদালত-২-এর বিচারক তরিকুল ইসলাম শুনানি শেষে তাঁর জামিন আবেদন গ্রহণ করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী মোশফেকা জাহান কণিকা নিশ্চিত করেছেন।
কণিকা জানান, মামলাটি জামিনযোগ্য হওয়ায় এবং নারী বিবেচনায় আদালত জামিন মঞ্জুর করেছেন। আগামী বছরের ১১ জানুয়ারি মামলার পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে এবং তদন্তে কোনো ত্রুটি পাওয়া গেলে নারাজি আবেদনসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (PAW) স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোই তাঁদের লক্ষ্য। ভবিষ্যতে মামলাটি সঠিক বিচারের মাধ্যমে এগিয়ে নিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মনে করেন, এমন অপরাধে আইনগত শাস্তি হলে অনেকেই সতর্ক হবে।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে, যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের কোণে থাকা টম নামের একটি কুকুর আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে ছানাগুলো নিখোঁজ হয়ে যাওয়ায় মা কুকুরটি ছুটোছুটি করতে থাকে। পরে জানা যায়, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান জীবন্ত ওই ছানাগুলো বস্তায় ভরে রোববার রাতে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। সোমবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হয় কুকুরছানাগুলোর মরদেহ।
ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর রাতে নিশি রহমানকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরদিন আদালতে সোপর্দ করলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে