বগুড়ায় বিড়াল হত্যায় অভিযুক্ত নারী মানসিক ভারসাম্যহীন
বগুড়ায় একটি বিড়ালকে গলাকেটে হত্যার ঘটনায় আলোচিত সেই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ। তাকে শুক্রবার (৭ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া নারীর নাম বুলবুলি বেগম (২৬)। তিনি আদমদীঘী উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা।
আদমদীঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিড়াল হত্যার ঘটনায় নয়, অন্য একটি ঘটনায় বুলবুলিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সকালে বুলবুলি হাতে সবজি কাটার বঁটি নিয়ে আশপাশের মানুষদের ধাওয়া করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখায়।
ওসি বলেন, 'স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বুলবুলি মানসিক ভারসাম্যহীন। বিড়াল হত্যার ঘটনাটি আমরা খতিয়ে দেখছি, তদন্ত চলছে।'
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বুলবুলির বাড়িতে একটি বিড়াল মাছ খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বঁটি দিয়ে বিড়ালটির গলা কেটে ফেলেন। এ ঘটনায় গত বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে