বিসিবি নির্বাচন স্থগিতের দাবি প্রত্যাহারকারী প্রার্থীদের
হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বুধবার সরগরম ছিল ক্রিকেটপাড়া। তবে বৃহস্পতিবার (২ অক্টোবর) ছুটির দিনে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে কেবল পুলিশি পাহারা ছাড়া আর কোনো উত্তাপ দেখা যায়নি। প্রত্যাহারকারী প্রার্থীদের মধ্যে কেবল রফিকুল ইসলাম ও মির্জা আব্বাস ইয়াসির উপস্থিত ছিলেন।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলেও তাকে পাননি তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন পিছিয়ে দেয়ার আহ্বান জানান এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে বার্তা পৌঁছে দেন।
ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বলেন, “বর্তমান ভোটের তারিখ কিছুটা পিছিয়ে পুনঃসূচি করা হলে যারা বাদ পড়েছেন বা কাউন্সিলরশিপ বাতিল হয়েছে তারা ফের অংশ নেয়ার সুযোগ পাবেন।”
তিনি আরও জানান, প্রয়োজনে অ্যাডহক কমিটির মাধ্যমেও কিছুদিন বোর্ড পরিচালনা করা যেতে পারে। তার মতে, “ক্রিকেটের স্বার্থে এই সংকট উত্তরণ জরুরি।”
বুধবার বিসিবি নির্বাচনে অংশগ্রহণ থেকে ১৬ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম নাম তামিম ইকবাল। নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনের সময় দিলেও কেউ সে সুযোগ নেননি। বরং তারা নির্বাচন স্থগিত করে নতুনভাবে পরিকল্পনার দাবি তুলেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে