Views Bangladesh Logo

নির্বাচনকালে অন্তর্বর্তী সরকারে থাকবেন না আসিফ মাহমুদ

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা করেছেন, আসন্ন নির্বাচনের সময় তিনি অন্তর্বর্তী সরকারের অংশ থাকবেন না। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতেও চান তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দিনের লাইভ টকশোতে আসিফ মাহমুদ বলেন, ‘আমি ২০১৮ সাল থেকে রাজনীতিতে জড়িত। সক্রিয় রাজনীতিতে জড়িত কারও অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া অনুচিত। তাই, নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই আমি আমার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে চাই’।,

রাজনীতিতে তার চলমান সম্পৃক্ততা জানালেও এই তরুণ উপদেষ্টা অবশ্য স্পষ্ট করেননি, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন।

নিউইয়র্কের স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত নয়টা) খালেদ মুহিউদ্দিনের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত টকশোতে একমাত্র অতিথি ছিলেন আসিফ মাহমুদ। গত এক বছরে অন্তর্বর্তী সরকার গঠন ও কর্মক্ষমতা, রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা, জুলাই গণআন্দোলনের মিত্রদের বিভাজন এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তিনি।

আসিফ মাহমুদ জোর দিয়ে বলেন, সরকারে তার ভূমিকা ব্যক্তিগত ক্ষমতা বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় পরিচালিত নয় বরং জুলাইয়ের গণআন্দোলনকে দৃঢ়ভাবে সমর্থন করা।

‘স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘোষণাপত্রের প্রতিশ্রুতি পূরণের মতো গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি আছে। এই দায়িত্বগুলো পালনে ব্যর্থ হওয়া ঐতিহাসিক ব্যর্থতা হবে’- বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক কৌশলের দিকেও ইঙ্গিত করেন আসিফ মাহমুদ। দাবি করেন, কিছু শক্তি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনে আনার চেষ্টা করছে। জাতীয় পার্টির ব্যানারে কিছু আওয়ামী লীগ নেতাকে প্রতিদ্বন্দ্বিতা করানোরও প্রচেষ্টা চলছে।

স্থানীয় শাসনব্যবস্থায় বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের অনুপস্থিতি নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। যদিও প্রায়শই আমার ওপর দোষ চাপানো হয়, সরকার ইচ্ছা করলেও স্থানীয় নির্বাচন পরিচালনা করতে পারে না। কারণ কিছু দল, বিশেষ করে বিএনপি ও তাদের মিত্ররা অংশ নিতে অনিচ্ছুক’।

গণপিটুনি, শিক্ষক হয়রানি ও চাঁদাবাজিসহ কুমিল্লার মুরাদনগরে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে আসিফ মাহমুদ তার বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি দোষীদের আশ্রয় দেয়ার অভিযোগও তোলেন তিনি।

অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে অভিহিত করে উপদেষ্টা ইঙ্গিত দেন, আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার জবাবে মুরাদনগর আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তথ্যও প্রত্যাখ্যান করেন আসিফ মাহমুদ। বলেন, ‘আমি জাতীয় পর্যায়ে রাজনীতিতে জড়িত হওয়ার লক্ষ্য রাখি। স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কৌশলগত হবে না। ঢাকা আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ