Views Bangladesh Logo

ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের ৪ দিন পর সন্তানের জন্ম, স্ত্রীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ইউনিয়ন সভাপতি শাহ পরান আলম রাব্বী। গ্রেপ্তারের চার দিন পরই সন্তান জন্ম দেন তার স্ত্রী নুসরাত জাহান ফারিয়া। তবে সন্তান জন্মের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, শাহ পরান আলম রাব্বীকে গত ১৯ জুলাই রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। পরদিন ২০ জুলাই আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। ওই দিন সকালেই তার অন্তঃসত্ত্বা স্ত্রী নুসরাতের প্রসব ব্যথা ওঠে। প্রথমে তাকে ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই ২৩ জুলাই রাতে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তবে প্রসব পরবর্তী জটিলতায় তিনি লাইফ সাপোর্টে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন।

এদিকে, ২৪ জুলাই জামিনে মুক্তি পান শাহ পরান আলম রাব্বী। মাগরিবের পর স্ত্রী নুসরাতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাব্বীর চাচা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল বলেন, ‘আমরা সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার অনুসারী। তার সময় আমরা দলীয় পদে ছিলাম। পরে এমপি শফিকুর রহমান আসার পর আমাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু হয়। আমরা রাজনীতি থেকে সরে এলেও পদগুলো থেকে যায়, কারণ দলের কোনো কাউন্সিল হয়নি। আমি নিজেও জেল খেটেছি, এখন আমার ভাতিজাও। তার সব শেষ হয়ে গেল।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, বিএনপির দলীয় কার্যালয়ে নাশকতা ও ভাঙচুরের মামলায় রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ