বিএনপি কেন জাপার দায়িত্ব নেবে, প্রশ্ন রিজভির
জাতীয় পার্টিকে (জাপা) রক্ষা করা বিএনপির কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন, বিএনপি কেন তাদের রক্ষার দায়িত্ব নেবে? শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সব ধরনের সহযোগিতা করেছে। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের রক্ষা করা বিএনপির দায়িত্ব নয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’।
এর আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী দাবি করেছিলেন, জাপাকে রক্ষা করা বিএনপির দায়িত্ব।
রিজভি এ দাবি সমালোচনা করে বলেন, বিএনপি এখন ক্ষমতায় নেই। এখনও কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাহলে কিসের দায়িত্বের কথা বলছেন? বিএনপি কেন জাপার দায়িত্ব নেবে? যখন ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাইফুল ইসলাম হিরুসহ অসংখ্য বিএনপি নেতা ও কর্মী গুম হন, তখন জাপা কোথায় ছিল?
তিনি আরও বলেন, রাজনীতি কে করবে আর কে করবে না, তা আইনের বিষয়। সরকার নিয়ন্ত্রণ করে। বিএনপি কখনো জনগণকে উসকানি দেয় না। আমরা কোনো বিশৃঙ্খলায় বিশ্বাসী নই।
রিজভি অতীত নির্বাচনের প্রসঙ্গেও জাপার ভূমিকা সমালোচনা করেন। বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার ছিল না। তখন জাপা প্রথমে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালেও পরে নির্বাচনে অংশ নিল। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে আমাদের প্রায় ৪৫ জন প্রার্থী গ্রেপ্তার হন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, সেটা শেখ হাসিনা চাইলেন না। সে সময় জাপার ভূমিকা কী ছিল?
১ সেপ্টেম্বর উদযাপিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গে তিনি বলেন, অনেক সংবাদপত্র প্রয়াত জিয়াউর রহমান লিখেছে। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন, তার নামের আগে ‘শহীদ’ বা ‘স্বাধীনতার ঘোষক’ পদবি ব্যবহার করা হচ্ছে না। এটা গ্রহণযোগ্য নয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমন। উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীসহ অন্যরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে