Views Bangladesh Logo

ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায়নি কেন? প্রশ্ন তুললেন রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন তুলেছেন ভারত অনেককে ফেরত পাঠালেও শেখ হাসিনাকে কেন ফেরত পাঠায়নি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র থামেনি।

'ভারত অনেককেই ফেরত পাঠাচ্ছে, তাহলে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হচ্ছে না কেন?'—প্রশ্ন রাখেন রিজভী।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা গোটা জাতিকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তার চক্রান্ত অব্যাহত রয়েছে।

রিজভী আরও অভিযোগ করেন, শেখ হাসিনা প্রতিবেশী দেশ থেকে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন এবং তিনি দেশের মানুষের চেয়ে নিজের পরিবার নিয়েই বেশি ভাবেন।

'যদি শেখ হাসিনা দেশের জন্য এত কিছু করে থাকেন, তাহলে কেন কলকাতায় দলীয় কার্যালয় খুললেন? কেন দেশ ছেড়ে পালালেন?'সংবাদকর্মীদের সামনে প্রশ্ন তোলেন রিজভী।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ এই কলকাতা কার্যালয় থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করছে।

মন্দির ভাঙচুর সংক্রান্ত অভিযোগের জবাবে রিজভী বিএনপির সম্পৃক্ততা অস্বীকার করে শেখ হাসিনার সমর্থকদের এসব হামলার জন্য দায়ী করেন।

তিনি আরও দাবি করেন, বিএনপিপন্থী হিন্দু সরকারি কর্মচারীরা শেখ হাসিনার আমলে বৈষম্যের শিকার হয়েছেন।

বক্তব্যের শেষে রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা কলকাতায় বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ