Views Bangladesh Logo

এত আলেম, মসজিদ-মাদ্রাসা থাকতে দেশে অন্যায়-দুর্নীতি কেন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অগণিত মুসলমান, মসজিদ-মাদ্রাসা, ইমাম-উলামা থাকা সত্ত্বেও দেশে কেন অনাচার, দুর্নীতি, চুরি ও অর্থপাচার কমছে না- এ প্রশ্ন সমাজের প্রতিটি মানুষের ভেবে দেখা উচিত। তিনি বলেন, 'একটা মসজিদ নির্মাণে মানুষ যে আগ্রহ দেখায়, ভালো মানুষ তৈরি করার আগ্রহটা কোথায় হারিয়ে যায়- বুঝতে পারি না।'

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষার কেয়ারটেকারদের একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ এখন অত্যন্ত জরুরি। উদাহরণ হিসেবে তিনি ইন্দোনেশিয়ার কথা তুলে ধরে বলেন, 'ওখানে সরকার যেই হোক-কমিউনিস্ট বা ইসলামী- শক্তিশালী গণতান্ত্রিক অ্যাসোসিয়েশন অব উলামাকে পাশ কাটিয়ে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয় না।' তার মতে, বাংলাদেশের ক্ষেত্রে এমন দৃঢ় প্রাতিষ্ঠানিক কাঠামো নেই।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল, আর গণতন্ত্র ছাড়া কোনো ধর্ম বা শ্রেণির অধিকারই প্রতিষ্ঠা পায় না। তার অভিযোগ, গত ১৫-১৬ বছরে শেখ হাসিনা সরকারের সময়ে ভোটাধিকার থেকে শুরু করে ধর্ম পালনের অধিকার পর্যন্ত ক্ষুণ্ন হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, কিছু আলেম- ওলামার পক্ষ থেকে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া হয়েছে- যা বহু প্রশ্ন তৈরি করে। তার অভিযোগ, আওয়ামী লীগের দলীয়করণের ফলে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছে। তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে ইসলামী ফাউন্ডেশনকে পুরোপুরি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে এবং রাজস্ব খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন সংবাদপত্র খুললেই নানা অপকর্মের খবর দেখা যায়। অথচ দেশের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, শিক্ষক ও পরিবারকে নৈতিকতা শেখানোর কেন্দ্র হিসেবে শক্তিশালী করা গেলে হত্যা, ডাকাতি, রাহাজানি- সবই অনেক কমে আসত। তার মতে, নৈতিক শিক্ষাকে রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে নিতে হবে।

সভায় মির্জা ফখরুল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, এমন নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক সরকার ও কার্যকর পার্লামেন্ট গঠন হবে, যেখানে দেশের সমস্যাগুলো তুলে ধরা ও সমাধান করা সম্ভব হবে। আর তা-ই হবে জনগণের প্রকৃত মতের প্রতিফলন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ