Views Bangladesh Logo

খালেদা জিয়ার সঙ্গে যারা যাচ্ছেন লন্ডনে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় আজ মধ্যরাতে অথবা শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হতে পারে। তার সঙ্গে আরও ১৪ জনের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ তালিকায় মোট ১৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকা অনুযায়ী, খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক দল, নিরাপত্তাকর্মী ও গৃহপরিচারিকা।

তালিকায় দেখা যায়, খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শর্মীলা রহমান সফরসঙ্গী হিসেবে থাকবেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমানও সফরে যুক্ত থাকছেন।

চিকিৎসা সহায়তার জন্য রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। তারা হলেন- ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য- হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ সফরে থাকবেন।

গৃহসহায়ক হিসেবে ফাতেমা বেগম ও রূপা শিকদারকে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ