Views Bangladesh Logo

যে সরকারই আসুক, চীনের সঙ্গে কাজ চলমান রাখতে হবে: প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে নতুন সরকার যতই দায়িত্ব নিক না কেন, চীনের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

বুধবার (২৮ জানুয়ারি) চীন–বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে এ আহ্বান জানান।

বৈঠকে তিনি বিশেষভাবে স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন এবং চীন সরকারের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চীনা প্রতিনিধিদল বৈঠকে বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা ও আগ্রহ তুলে ধরে। এতে উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে পিসিভি ও এইচপিভি টিকা উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তারা বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার প্রশংসা করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন বিষয়ে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

ড. ইউনূস মাইক্রোক্রেডিট আন্দোলনের সূত্র ধরে চীনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে বলেন, তিনি চীনের প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের জীবনে পরিবর্তন প্রত্যক্ষ করেছেন।

তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে আমি দায়িত্ব ছাড়ব, তবে বাংলাদেশ ও চীনের মধ্যে চলমান কাজ অবশ্যই চলমান থাকতে হবে।

বৈঠক শেষে অধ্যাপক ইউনূস ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ