হোয়াটসঅ্যাপে এআই-চালিত রাইটিং অ্যাসিস্ট্যান্স পরীক্ষামূলক চালু
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার চালু করেছে। লেখা, ডিজাইন ও ব্যাকরণগত ভুল সংশোধনের সুবিধা নিয়ে আসা এ ফিচারটি আপাতত অ্যাপটির বিটা সংস্করণে সীমিত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যবহারকারীরা মেসেজ লেখার সময় নতুন এআই টুল ব্যবহার করতে পারবেন। স্টিকার আইকনের পাশে একটি নতুন কলম চিহ্ন দেখা যাবে, যেখানে ক্লিক করলে মেসেজটি মেটার এআই-এর কাছে যাবে। এরপর এআই তিনটি ভিন্ন টোনে (যেমন প্রফেশনাল, সহায়ক, মজার বা রিরাইট) সংশোধিত টেক্সট সাজেস্ট করবে। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো অপশন বেছে নিতে পারবেন।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ফিচার কোনো ডেটা-সংক্রান্ত কনটেন্ট সংরক্ষণ করবে না, ফলে ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে শঙ্কার কারণ নেই। এছাড়া প্রাপকও জানতে পারবেন না যে প্রেরকের মেসেজটি এআই-এর সহায়তায় সংশোধিত হয়েছে।
বর্তমানে কেবল অ্যান্ড্রয়েডের সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীদের জন্য এ ফিচারটি চালু করা হয়েছে। পরবর্তীতে এটি আরও উন্নত করে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এআই-চালিত রাইটিং অ্যাসিস্ট্যান্স ব্যবসায়িক ব্যবহারকারীদের প্রফেশনাল যোগাযোগে সহায়তা করবে। একইসঙ্গে সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় নতুন মাত্রা যোগ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে