Views Bangladesh Logo

বিভুরঞ্জন সরকারের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে যা জানা গেল

নিখোঁজ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধারের পর তার প্রাথমিক ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শেখ মো. এহছানুল ইসলাম সাংবাদিকদের জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দেহে কিছুটা পচন শুরু হয়েছিল। মরদেহের লিভার, কিডনি, হার্ট, পেটের অংশ, চুল ও দাঁত সংরক্ষণ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের ফুসফুস ফুলে গিয়েছিল।সেটা যেকোন ডুবে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেমন হয়, তেমনই।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় মেঘনা নদীতে বিভুরঞ্জন সরকারের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ–পুলিশ মরদেহ উদ্ধার করে।

নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, “মরদেহ দেখে ধারণা করা যাচ্ছে, মৃত্যুর ঘটনা একদিন আগে ঘটেছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে বিস্তারিত জানতে ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষা করতে হবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন বিভুরঞ্জন সরকার। শুক্রবার বিকেলে তার মরদেহ মেঘনা নদীতে ভেসে ওঠে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ