যেটা ১৫ বছরে হয়নি, সেটা আজ হলো: রুমিন ফারহানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় নিজ দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ তুলেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের পক্ষে যুক্তি তুলে ধরেন রুমিন ফারহানা। তবে কয়েকজন স্থানীয় বিএনপি নেতা জে বিজয়নগরের তিন ইউনিয়নকে ওই আসনে যুক্ত করার বিরোধিতা করেন। এ নিয়ে দুই পক্ষের তর্ক-বিতর্ক হাতাহাতিতে গড়ায়। পরে ইসির কর্মকর্তা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শুনানি শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, “যেটা ১৫ বছরে হয়নি, সেটা আজ হলো। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়ার চেষ্টা করা হয়েছে। নির্বাচনের আগে দলীয়ভাবে যদি এমন হয়, ভোটে কী হবে—তা অনুমেয়।”
তিনি আরও অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ এর প্রার্থী ও তার সমর্থকরা ‘গুন্ডা-পান্ডার মতো আচরণ’ করেছেন, যা কমিশনের মর্যাদার সঙ্গে যায় না।
এদিকে হাতাহাতিতে এনসিপির তিন নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রুমিন বলেন, “তারা এনসিপি-জামায়াত ছিল, নাকি গুন্ডা-মাস্তান ছিল—তা আমরা জানি না।”
শুনানিকালে নির্বাচন ভবনের বাইরেও উত্তেজনা দেখা দিলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং জলকামান প্রস্তুত রাখা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে