Views Bangladesh Logo

সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে ৩৫০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও বিএসএফ-এর মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন চলছিল। তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে বিএসএফ-কে আরও সাড়ে তিনশো একর জমি দেয়ার বিষয়ে ছাড়পত্র দেয়া হয়েছে।

প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই জমি দ্রুত বিএসএফ-এর হাতে তুলে দিতে নির্দেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।

বিএসএফ এর আগে রাজ্যকে জানিয়েছিল, সীমান্তে কাঁটাতার বসাতে মোট ৬৮০ একর জমি প্রয়োজন। এর মধ্যে নদিয়া, উত্তর ২৪ পরগনা, মালদা ও জলপাইগুড়িতে আগে থেকেই ৩২৪ একর জমি তাদের দেয়া হয়েছে। বাকি জমি নিয়ে কিছু সমস্যা ছিল। অন্যদিকে রাজ্য জানতে চেয়েছে, এত পরিমাণ জমির প্রয়োজন কেন এবং কোথায় কোথায় লাগবে। এই নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য ও বিএসএফ-এর মধ্যে একাধিকবার আলোচনা হয়।

ফেব্রুয়ারিতে আংশিক জমির ছাড়পত্র দেয়া হলেও, পুরোটা তখন পাওয়া যায়নি। মার্চে মুখ্যমন্ত্রীর দপ্তর ‘নবান্ন’এ বিএসএফ-সহ একটি বৈঠকে এই জমি নিয়ে আবার আলোচনা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসে সম্প্রতি।

গত রোববার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের শীর্ষকর্তারা। সেখানেই জমি-সংক্রান্ত সমস্যার সমাধান হয়। জানা যাচ্ছে, জমির মালিকদের থেকে জমি কেনা হবে সরকারি নিয়ম মেনে। তারপর সরকারিভাবে বিএসএফ-কে তা দেয়া হবে। এই কাঁটাতার ভারত ও বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও পাচার বন্ধ করতেই বসানো হবে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ