Views Bangladesh Logo

স্বাগত ২০২৬: নতুন বছর উদযাপন, শোক ও রাজনৈতিক প্রত্যাশা নিয়ে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ময়ের সঙ্গে আরও একটি বছর পেছনে ফেলে, নতুন বছর ২০২৬-এর সূচনা হলো সারা বিশ্বের মানুষের সামনে। বিদায়ী বছর ২০২৫-এর দুঃখ, বেদনা, প্রতিবাদ এবং চ্যালেঞ্জ ভুলে মানুষ নতুন আশা, আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে নতুন বছরের আগমন উদযাপন করছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন বছর উদযাপনের রঙিন ছবি চোখে পড়ছে। প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতিমাতি থেকেই শুরু হয়েছে উৎসবের পালা। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে উৎসব জেগেছে। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউজের সামনে আতশবাজির প্রদর্শনী মুগ্ধ করেছে স্থানীয় ও পর্যটকদের।

এশিয়ার দেশগুলোও নতুন বছর উদযাপন থেকে বাদ যায়নি। জাপানে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে দিনটি বড় উৎসব হিসেবে পালিত হয়। দেশটির মানুষ দিনটির জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। জাপান ও দক্ষিণ কোরিয়ার পর চীন, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও নতুন বছরের আনন্দের ছাপ দেখা গেছে।

বাংলাদেশে বছর শেষ হতে না হতেই একটি গভীর শোকের সংবাদ নজর কাড়ল-সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু। স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক সহমতের চেয়েও মানবিকতার সঙ্গে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষা আমাদেরকে তার অবদানের স্মৃতিতে মনে রাখাবে।

নতুন বছরের আলোচ্য বিষয়ের মধ্যে একটির দিক বিশেষ গুরুত্ব পাচ্ছে- ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের জনগণ দীর্ঘ দিনের প্রত্যাশায় এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত দেখতে চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং জনমতের সঠিক প্রতিফলন আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক গঠনকে প্রভাবিত করবে।

সাধারণ মানুষের প্রত্যাশা একদিকে যেমন সামাজিক ন্যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার দিকে, তেমনি টেকসই গণতন্ত্রের পথে বাংলাদেশকে আরও সুদৃঢ় করার দিকে। নতুন বছর ২০২৬ আমাদের সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং উন্নয়নশীল বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকের অবদান অপরিহার্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ