Views Bangladesh Logo

ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাবি, বুয়েটকে টপকে গেল রাবি

 VB  Desk

ভিবি ডেস্ক

স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স ২০২৪ সালের সর্বশেষ সংস্করণের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বাংলাদেশের ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ‌্যালয় (ঢাবি)। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) টপকে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ১ হাজার ১৪৪তম আর রাবি আছে ১ হাজার ২৮৩তম স্থানে।

রোববার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত ২০২৪ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওয়েবমেট্রিক্স র‍্যাংকিং অনুযায়ী বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের নয়টিই আমেরিকার। র‌্যাংকিং অনুযায়ী, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, তৃতীয় অবস্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), চতুর্থ যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, পঞ্চম ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি, ষষ্ঠ মিশগান বিশ্ববিদ্যালয়, সপ্তম কর্নেল ইউনিভার্সিটি, ৮ম ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, নবম কলম্বিয়া ইউনিভার্সিটি নিউইয়র্ক এবং দশম অবস্থানে রয়েছে ইউনিভার্সটি অব পেনসেলভেনিয়া।

তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ‌্যালয়গুলোর মধ‌্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দ্বিতীয় স্থান থেকে পিছিয়ে তৃতীয় অবস্থানে গেছে। তাদের আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ৪১৬তম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) চতুর্থ থেকে পিছিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তাদের বিশ্ব র‍্যাংকিং ১ হাজার ৮৯৬তম।

দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১ হাজার ৭৮০তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১ হাজার ৭৯৩তম), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১ হাজার ৯৪৫তম), ব্র্যাক ইউনিভার্সিটি (১ হাজার ৯৭৮তম), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (২ হাজার ৩২৩তম) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২ হাজার ৩২৯তম)।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবোমেট্রিক্স।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করে ওয়েবমেট্রিক্স। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ