Views Bangladesh Logo

আমরা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: ইসি আনোয়ারুল

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, দেশের ভবিষ্যত আসন্ন জাতীয় নির্বাচনের উপর নির্ভর করছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা। তিনি বলেন, 'আমরা অতীতে অনেকবার লজ্জিত হয়েছি এবার সেই দাগ মুছে দিতে হবে। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই।'


সোমবার, ১০ নভেম্বর কুমিল্লার বার্ড অডিটোরিয়ামে অনুষ্ঠিত 'নির্বাচনি প্রক্রিয়ায় পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও সমাধান' শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল আরও বলেন, একটি ভালো নির্বাচন একা সম্ভব নয়। এটি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাই তিনি প্রশাসনের সকল সদস্য, পুলিশসহ, দায়িত্বশীলভাবে, ভয় ও জুলুম থেকে মুক্তভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, 'সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন আয়োজনের কোনো ভয় নেই। দায়িত্ব নিরপেক্ষভাবে, কোনো প্রভাব বা চাপে না পড়ে পালন করতে হবে।'

কর্মশালার বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান, এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক মুহম্মদ মোস্তাফা হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা রিজিওনাল ইলেকশন অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ