Views Bangladesh Logo

শিক্ষার্থীরা যে রায় দিবেন সেটাই মেনে নিতে হবে: বাকের

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীরা যে রায় দেবেন, তা প্রার্থীদের মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে রায় দেবে, তা মেনে নিতে হবে। এটাই যৌক্তিক এবং এর বাইরে কিছু হওয়ার সুযোগ নেই।’

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বাকের বলেন, ভোটের প্রচার শুরুর দিন থেকে এখন পর্যন্ত আনন্দময় পরিবেশ আমরা উপভোগ করেছি। ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন। আমরা আশা করছি, শিক্ষার্থীরা যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে আনবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ