Views Bangladesh Logo

আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি: নাহিদ ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকদের হামলা ও ভাঙচুরের মধ্যেই গোপালগঞ্জে নিজেদের পূর্বঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত এক সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “প্রিয় গোপালগঞ্জবাসী, যদি আজকে বাধা দেয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো। আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা একটি অঙ্গীকার নিয়ে গোপালগঞ্জে এসেছি ভবিষ্যত বাংলাদেশে এই নতুন বাংলাদেশের গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে। শান্তি এবং দেশ গড়ার আহ্বার নিয়ে গোপালগঞ্জ এসেছি।

তিনি আরও বলেন, ‘আজ আমরা গোপালগঞ্জে এসেছি জাতি গঠনের লক্ষ্যে। আমরা সংঘাতের ডাক নিয়ে আসেনি, বরং শান্তি এবং অগ্রগতির ডাক নিয়ে এসেছি।’

সমাবেশে বক্তৃতাকালে এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, ‘মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় বলেছিলাম-বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে। আজকে আবারও বাধা দিয়েছে। এই লড়াইয়ে আমরা জিতবো। দ্বিগুণ শক্তি নিয়ে এর জবাব আমরা দেবো, ইনশাআল্লাহ।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ