আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: নাহিদ
বাংলাদেশকে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের লক্ষ্য—একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে থাকবে না কোনো বৈষম্য।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেখিয়েছে ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষ চাকরি পাবে, অধিকার নিশ্চিত হবে এবং দেশ হবে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত। আমরা চাই গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচারব্যবস্থার মৌলিক সংস্কার।
তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরও দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা চক্রান্ত শুরু হয়েছে। তিনি বলেন, আমরা সেই তরুণেরা, যারা ফ্যাসিস্ট সরকার উৎখাতে জীবন বাজি রেখেছিলাম। আজ আমরা এসেছি দেশের পুনর্গঠনে নেতৃত্ব দিতে।
নড়াইলের অবহেলিত উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসএম সুলতান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের এই পুণ্যভূমির যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। বৈষম্যহীন বাংলাদেশ গড়েই আমরা নড়াইলের উন্নয়ন নিশ্চিত করতে চাই।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ৫৪ বছরের বাংলাদেশ ও ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন আমরা দেখেছি। আর যেন কোনো স্বৈরশাসনের জন্ম না হয়, সেই দায়িত্ব আমাদের নিতে হবে। সুযোগ এসেছে নতুন শক্তির উত্থান ঘটাতে।
এনসিপিকে তিনি পরিচয় দেন 'রাজপথ থেকে গড়ে ওঠা তরুণদের দল' হিসেবে। বলেন, দল করার ইচ্ছা ছিল না, সিস্টেম ভাঙতেই মাঠে নেমেছি। তরুণদের নিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলছি।
কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ভোটের আগে টাকার কাছে আত্মসমর্পণ করবেন না। দেশ গড়তে হলে ব্যক্তি নয়, আদর্শকে বেছে নিতে হবে।
দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত দিনের নির্বাচন কমিশন রাতের ভোটে গণতন্ত্র ধ্বংস করেছে। নুরুল হুদার সেই ভুয়া ভোটের পরিণাম জাতি দেখেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়ক লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ, যুগ্ম সমন্বয়ক মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে