পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আর পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চায় না। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তরুণদের রাজনৈতিকভাবে সচেতন থাকার আহ্বান জানান।
শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না।'
মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী প্রফেসর মাজলি বিন মালিক বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতির প্রশংসা করে বলেন, 'জনগণের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে এনেছে। সিদ্ধান্ত গ্রহণে সরকারের বিভিন্ন পক্ষকে সম্পৃক্ত করার উদ্যোগ ইতিবাচক পদক্ষেপ।' তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর যে সংস্কারগুলো শুরু হয়েছে, তা সারা বিশ্বের জন্য অগ্রগতির পরীক্ষার মানদণ্ড হয়ে উঠবে।
ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যার–এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন বাংলাদেশের পরিবর্তিত অর্থনৈতিক ভিশনের কথা উল্লেখ করে বলেন, 'বাংলাদেশ ভবিষ্যতের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবছে।' তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের ওপর থেকে যে শুল্ক কমিয়েছে, তা অর্থনৈতিক রূপান্তরের ইঙ্গিত বহন করে।
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে বলেন, 'মুক্তিযুদ্ধের পর থেকে বারবার স্বপ্ন দেখেছি, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতা সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। তবে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান আবার আমাদের স্বপ্ন ও স্বৈরাচারবিরোধী প্রতিরোধকে জাগ্রত করেছে।'
নেপালের সাবেক মন্ত্রী ড. দীপক গাওয়ালি চলমান গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি বাংলাদেশের তরুণদের জলবায়ু পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে নেয়ার আহ্বান জানান।
দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খানও উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে