Views Bangladesh Logo

ইলিশের উৎপাদন কম, তাই দাম কমানো যায়নি: মৎস্য উপদেষ্টা

ৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এ মৌসুমে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার বাজারে ইলিশের দাম কমাতে পারেনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, ‘জুলাই মাসে ইলিশ আহরণ গত মৌসুমের তুলনায় ৩৭ শতাংশ এবং আগস্টে ৪৭ শতাংশ কমেছে। এ কারণে বাজারে দাম বেড়েছে এবং আমরা তা কমাতে পারিনি।’

ইলিশের দাম বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘মানুষের কাছে ইলিশ সহজলভ্য করতে পারিনি, এটা আমার জন্য গভীর দুঃখের বিষয়।’ তবে তিনি জানান, বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) মাধ্যমে সরকারিভাবে ভর্তুকি মূল্যে মাছ বিক্রি শুরু হয়েছে। উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বিএফডিসি’র মাধ্যমে সীমিত পরিমাণে মাছ পাঠানো হবে।

ইলিশ সংরক্ষণ প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, ‘এ বছর মা-ইলিশ সংরক্ষণে মন্ত্রণালয় সফল হয়েছে, যার ফলে প্রজননের হার ৫২ শতাংশে দাঁড়িয়েছে।’ তিনি বিশ্বাস করেন, ‘জাটকা সংরক্ষণ কার্যক্রমের সুফল আগামী বছর পাওয়া যাবে।’

আলোচনা সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং জেলা প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ