Views Bangladesh Logo

'নাজমুল ক্ষমা চাইলে আমরা শুক্রবার থেকেই খেলতে প্রস্তুত'

বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থায় নতুন মোড় এসেছে ক্রিকেটারদের অবস্থানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দেরবয়কটের জেরে টুর্নামেন্টটিঅনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে বলে ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পরিস্থিতি উত্তরণে শর্তসাপেক্ষে শুক্রবার থেকেই মাঠে ফেরার আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেটাররা।


ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্সওয়েলফেয়ারঅ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চলমান থাকলে ক্রিকেটাররা বিপিএলে অংশ নিতে প্রস্তুত।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায়নিয়ে আগের কঠোর অবস্থান পুনর্বিবেচনা করা হয়েছে। বর্তমানে নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিচ্ছে, সামনে রয়েছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ অবস্থায় সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে গেলে জাতীয় দলগুলোর প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেটাররা।


কোয়াব বিপিএলকে দেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট উল্লেখ করে জানায়, সামগ্রিক স্বার্থ রক্ষায় তারা সংকট নিরসনে নমনীয় অবস্থান নিয়েছে।


এদিকে, বিসিবির আর্থিক কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রিকেটাররা। তবে পরিচালক পদ নিয়েবিসিবি যে প্রক্রিয়ার কথা বলেছে, সেটির জন্যবোর্ডকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত বলেও জানিয়েছেকোয়াব। একই সঙ্গে পুরো প্রক্রিয়াটি যেন যথাযথ ও স্বচ্ছভাবেএগোয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রিকেটারদের সম্পর্কে এম নাজমুল ইসলামের করা অপমানজনক মন্তব্যের জন্য তারা প্রকাশ্যে ক্ষমা প্রত্যাশা করছেন।


কোয়াবজানায়, এসব শর্ত পূরণ হলে ক্রিকেটাররা শুক্রবার থেকেই মাঠে ফিরে বিপিএলেঅংশনিতেপ্রস্তুত।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ