পৃথিবী ধ্বংসের জন্য আমরা সবাই দায়ী: ড. মুহাম্মদ ইউনূস
চলমান পরিবেশ সংকটের জন্য সম্মিলিত দায়বদ্ধতার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পৃথিবী ধ্বংসের জন্য আমরা মানবজাতিই দায়ী।
বুধবার (২৬ জুন) ঢাকার চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘পৃথিবীর ধ্বংসের জন্য যারা দায়ী তারা সবাই এখানে হাজির। আমরাই অপরাধী।‘
প্রাচীন কবিদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সমুদ্রের সব পানি যদি কালি হতো, আর বনের সব গাছ যদি কলম হতো তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেতো না। একই অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন।
বিশ্বব্যাপী বিভিন্ন সংকট, যেমন যুদ্ধ ও প্রযুক্তির অপব্যবহারের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তবে সবচেয়ে বড় হুমকি হিসেবে তিনি প্রকৃতির উপর মানুষের ধ্বংসাত্মক প্রভাবের কথা তুলে ধরেন।
ড. ইউনূস বলেন, এটা প্রকৃতির দোষ নয়, আমাদের দোষ। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মানুষের বেঁচে থাকা উচিত; কিন্তু আমরা ধ্বংসের পথ বেছে নিয়েছি। দোষটা প্রকৃতির না, দোষটা হলো প্রকৃতি-বিধ্বংসী এক জীব, যার নাম মানুষ।
জলবায়ু সংকটের ক্রমবর্ধমান হুমকির বিষয়েও সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি বিরাট হুমকি। এখন এই সংকট গর্জে উঠেছে—হয় আমরা বাঁচব, নয় এটি। দুটি একসঙ্গে টিকে থাকতে পারে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে