Views Bangladesh Logo

টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

 VB  Desk

ভিবি ডেস্ক

ত রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে রাজধানী ঢাকার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে গেছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার রাত ১২টা থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল ৭টা পর্যন্ত চলে। এতে মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাক এবং হাতিরঝিলের কিছু অংশসহ বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলোতে পানি জমে থাকতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং অনেক স্থানে তীব্র যানজট তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, বঙ্গোপসাগরে আগামী দুই দিনের মধ্যে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি ২৪ ঘণ্টার মধ্যে এবং অপরটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ