বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, খোলা হলো বাঁধের ১৬টি গেট
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমায় পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পানি নিঃসরণের জন্য কাপ্তাই বাঁধের স্পিলওয়ের গেটগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার বিকেল নাগাদ হ্রদের পানির স্তর ১০৮ ফুটে পৌঁছায়। এরপর বুধবার মধ্যরাত থেকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি নদীতে ছেড়ে দেয়া হচ্ছে। নিষ্কাশন করা পানি কর্ণফুলী নদী দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে।
এদিকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে গেলেও বাঁধের পাঁচটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সচল রয়েছে এবং সেগুলো থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অব্যাহত আছে। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৯ ফুট পর্যন্ত।
গেট খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, “পানির স্তর সামলাতে গেটগুলো খোলা হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে