Views Bangladesh Logo

টঙ্গীতে গুদামের আগুনে আহত ওয়্যারহাউস ইন্সপেক্টরের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গীর কেমিক্যাল কারখানার আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মারা গেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের কারখানার আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন তিনি। তার শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল।

ওই অগ্নিদুর্ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারজন ফায়ারফাইটার আহত হন। তাদের মধ্যে ২৩ সেপ্টেম্বর শামীম আহমেদ ও ২৪ সেপ্টেম্বর নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


খন্দকার জান্নাতুল নাঈমের বাড়ি শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে। তিনি ২০১৬ সালের ২৪ আগস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। চাকরি জীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউস ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রামের পরে টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অগ্নি দুর্ঘটনায় উদ্ধারকাজে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন ফায়ার ফাইটাররা। এই দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন তাদের  ৫১ জন বীর সদস্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ