Views Bangladesh Logo

ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, মানুষের জন্য কিছু করে যেতে চাই: অর্থ উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, 'আগামী ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে যাবে। তার আগে দেশের মানুষের জন্য কিছু করে যেতে চাই।'

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'আমি এনবিআর চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছি, সুফল কি আমরা দেখে যেতে পারব? কারণ আমাদের ফেব্রুয়ারির পর চলে যেতে হবে। প্রধান উপদেষ্টা প্রায়ই বলেন, কিছু না কিছু অবদান রেখে যেতে হবে; কিন্তু বাইরে থেকে তা অনেক সময় চোখে পড়ে না। বরং সমালোচনা বেশি হয়। আজও একটি পত্রিকায় দেখলাম, সেখানে কেবল হতাশার কথাই লেখা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা চাই মানুষের জন্য কিছু করতে। কারণ পরবর্তী সরকার দায়িত্ব নিলে বুঝতে সময় লাগবে। সদিচ্ছারও ব্যাপার আছে। এর মধ্যে যদি সামান্য আশার আলো দেখাতে পারি, সেটিই হবে বড় সাফল্য।'

কর আইনজীবীদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, 'সেবা খাতে এখনো অনেক হয়রানি হয়। সাধারণ মানুষকে অযথা ঘোরানো হয়। আমি নিজেও মাঝে মাঝে ড্রাইভারকে বলি—ড্রাইভিং লাইসেন্স করতে ঘোরাঘুরি করতে হবে না। এসব ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিতে হবে। মানুষ সেবা চায় আর ভালো সেবার জন্য কেউ খরচ করতে কৃপণতা করে না।'

টিআরএমএস সফটওয়্যার সম্পূর্ণভাবে দেশে তৈরি হওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, 'বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতার অভ্যাসটা আমাদের বেশি হয়ে গেছে। তারা এলে নিজেদের দেশের সরঞ্জাম বিক্রির চেষ্টা করে; কিন্তু এ ধরনের কার্যক্রম নিজস্বভাবে করলে তা দেশের জন্যই মঙ্গলজনক।'

তিনি আরও বলেন, 'ব্যক্তি বা কোম্পানি পর্যায়ে ছাড়াও কর সংগ্রাহকদের জন্য এটি উপকারী হবে। এত কাগজপত্র লেখার ঝক্কি কমবে। তবে এসব কাজে অনেক সময় যথাযথ কৃতজ্ঞতাও প্রকাশ করা হয় না।'

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানে জানান, আগামী বছর থেকে কর্পোরেট কর দাখিল পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। চলতি বছরেই কর অ্যাপস চালু করা হবে। কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজড হলে অডিট সিলেকশন ও অডিট কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম. নাসিমুল হাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ