Views Bangladesh Logo

নিয়ম ভেঙে ভোট গণনার কক্ষে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার সময় নিয়ম ভেঙে ভোটকক্ষে প্রবেশ করেছেন শিবির মনোনীত সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম ও সদস্য প্রার্থী রায়হান উদ্দিন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে এই ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে তাদের ভোটকক্ষে অবস্থানের ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

প্রতিরোধ পর্ষদ থেকে ডাকসুর সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী জাবির আহমেদ জুবেল দুটি ছবি পোস্ট করেন। তিনি প্রশ্ন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় ভোট গণনার কক্ষে শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং সদস্য প্রার্থী রায়হান উদ্দিন ভোট গণনা কক্ষে কীভাবে প্রবেশ করেন।

তিনি বলেন, ডাকসুর কোনো প্রার্থীর ভোট গণনা কক্ষে প্রবেশের অনুমতি নাই। তবুও শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং সদস্য প্রার্থী রায়হান উদ্দিন কোন নিয়মের বলে ভোট গণনার কক্ষে প্রবেশ করেন তা একটা বড় প্রশ্ন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের কোনো ব্যাখ্যা এখনো মেলেনি।

নির্বাচনি বিধি অনুযায়ী ডাকসুর কোনো প্রার্থীকে ভোট গণনার কক্ষে প্রবেশের অনুমতি নেই। গণনার সময় সেখানে কেবলমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তারা ও দায়িত্বপ্রাপ্তদের থাকার নিয়ম।

এ বিষয়ে সাদিক কায়েম ও রায়হানের বক্তব্যও জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় ক্লাবে আসার পর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি পর্যবেক্ষকের ভূমিকা পালন করছেন জানিয়ে বলেন, এখানে একটা নিয়মের ব্যত্যয় তো অবশ্যই ঘটেছে। সাদিক কায়েম এখানে ঢুকেছিলেন। পরে সবাই তাকে বের করে দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ