জাকসু নির্বাচনে ব্যালট বিতরণে অনিয়মের অভিযোগ ভিপি প্রার্থী আরিফ উল্লাহর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি ব্যালট পেপার সরবরাহের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আরিফ উল্লাহ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, শহীদ সালাম বরকত হলে নিবন্ধিত ভোটার আছেন ২৯৯ জন, কিন্তু সেখানে মোট ৪০০টি ব্যালট পাঠানো হয়েছে। কেন ১০১টি অতিরিক্ত ব্যালট পেপার? এই প্রশ্নের কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি কেন্দ্রের দায়িত্বশীল।
আরিফ উল্লাহ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ব্যালট ছাপিয়েছে, তখন জানা গেছে তারা ১০ শতাংশ অতিরিক্ত ব্যালট তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে তারা জানিয়েছিল যে কিছু ব্যালট নষ্ট হতে পারে, তাই অতিরিক্ত ছাপা হয়েছে।
তিনি আরও বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। তবে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম লক্ষ্য করছি।
আরিফ উল্লাহ বলেন, উপ-সভাপতি প্রার্থী অভিযোগ করেন, প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিও অনিয়মের অংশ। প্রশাসন এবং নির্বাচন কমিশন জানিয়েছিল সকাল ৬টার পর কোনো প্রাক্তন শিক্ষার্থী ক্যাম্পাসে থাকতে পারবেন না। কিন্তু এখনও প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা যাচ্ছে। এটি আমাদের জন্য উদ্বেগের বিষয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে