Views Bangladesh Logo

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর মধ্য দিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটছে।

বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলকে কেন্দ্র করে মোট ২২৪টি বুথে ভোট চলছে। এতে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

এবারের নির্বাচনে আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে গণতান্ত্রিক ছাত্রঐক্য, ছাত্রশিবির, ছাত্রদল, তিনটি বামপন্থি জোট এবং দুটি স্বতন্ত্র প্যানেল। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী। ভোটগ্রহণে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন ৬৭ জন শিক্ষক প্রিসাইডিং অফিসার ও সমসংখ্যক প্রশাসনিক কর্মকর্তা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে।

ভোট শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে রাতেই।

এদিকে নির্বাচনের আগের রাতে উত্তেজনা দেখা দেয়। ছাত্রশিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, বিএনপির দুই কর্মী— মারুফ মাল্লিক ও নাজমুল হাসান অভি— নির্বাচন কমিশনের কার্যালয়ে গোপন বৈঠক করেছেন। তবে কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. রশিদুল আলম অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আয়োজিত নির্বাচন এবং সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ