ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবিং বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই নির্বাচনে এবার প্রথমবারের মতো অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) প্রযুক্তিনির্ভর ছয় পৃষ্ঠার ব্যালট ফর্ম ব্যবহার করা হচ্ছে।
প্রতিটি ভোটার একটি করে ছয় পৃষ্ঠার ফর্ম পাবেন, যার মধ্যে পাঁচ পৃষ্ঠা থাকবে কেন্দ্রীয় সংসদের জন্য এবং একটি পৃষ্ঠা বরাদ্দ থাকবে হল সংসদের জন্য। ব্যালটে প্রার্থীর নাম, ব্যালট নম্বর, পদবি ও ভোট প্রদানের জন্য নির্ধারিত ঘর থাকবে।
এবারের নির্বাচনে আট কেন্দ্রে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে বসানো ১৪টি অত্যাধুনিক স্ক্যানিং মেশিনে গণনা সম্পন্ন হবে। মেশিনগুলো প্রতি ঘণ্টায় পাঁচ হাজার থেকে আট হাজার পৃষ্ঠা স্ক্যান করতে সক্ষম, যা গড়ে প্রতি ঘণ্টায় প্রায় ৯১ হাজার পৃষ্ঠা স্ক্যানের সমান।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, মাঠপর্যায়ে ফর্ম লোডিং, যাচাই ও কারিগরি কাজ বিবেচনায় ৩- ৪ ঘণ্টার মধ্যে ভোট গণনা শেষ করা সম্ভব হবে। তিনি আরও জানান, বিকেল চারটার মধ্যে লাইনে দাঁড়ালে প্রত্যেক শিক্ষার্থী ভোট দিতে পারবেন।
ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ফলাফল প্রদর্শন করা হবে এবং তাৎক্ষণিকভাবে কেন্দ্রভিত্তিক ফলাফলও ঘোষণা করা হবে। সবশেষে সিনেট ভবন মিলনায়তনে সব কেন্দ্রের ফলাফল একত্রিত করে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তবে এর আগেই পৃথক কেন্দ্রগুলোর ফলাফল যোগ করে সামগ্রিক ফলাফল যে কেউ জানতে পারবেন।
ভোট প্রদানের প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ধাপে ধাপে অংশ নিতে হবে। সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোটার হিসেবে পরিচয় নিশ্চিত করতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন-স্লিপ প্রদর্শন করবেন, আর অন্য বর্ষের শিক্ষার্থীরা দেখাবেন হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড। এরপর ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে, ভোটার তালিকায় স্বাক্ষর করতে হবে এবং ভোটার নম্বর জানাতে হবে। পরে ভোটারকে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য আলাদা ব্যালট ফর্ম দেওয়া হবে।
ভোটার গোপন কক্ষে গিয়ে প্রার্থীর নাম ও নম্বর খুঁজে নিয়ে নির্ধারিত ঘরে ক্রস চিহ্ন দেবেন। সেখানে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। ভোট প্রদান শেষে ব্যালট কোনো ভাঁজ না করে আলাদা ব্যালট বক্সে জমা দিতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে