বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
৪৮টি ক্লাবের বর্জনের ঘোষণার মধ্যেই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মোট ১৯১ জন কাউন্সিলরের ভোট দেয়ার কথা থাকলেও ৪৮টি ক্লাব এর আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এ ছাড়াও সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন, যদিও গতকাল রাতে সরে দাঁড়ান এক প্রার্থী ফয়জুর রহমান ভূঁইয়া।
এবারের বিসিবি নির্বাচনে ৯৮ জন কাউন্সিলরের জন্য চলছে সরাসরি ভোট গ্রহণ। তবে ৫৮ জন কাউন্সিলর ইতিমধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে (ই-ভোটিং) ভোট দিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক ইতোমধ্যে অপ্রতিদ্বন্দ্বীভাবে নির্বাচিত হয়েছেন। এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগসহ ক্লাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি-২ এর জন্য।
রোববার সুপ্রিম কোর্টের এক আদেশে স্থগিত থাকা ১৫টি ক্লাবের ভোটাধিকার পুনর্বহাল করায় বিসিবিকে ব্যালট পেপার পুনরায় ছাপাতে হয়েছে। এর ফলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৬ থেকে বেড়ে ১৭-তে দাঁড়ায়।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন নিশ্চিত করেছেন, ব্যালট পেপার পরিবর্তনের আগে কিছু কাউন্সিলর যে ই-ভোট দিয়েছিলেন, তা বাতিল করা হয়েছে এবং সেই কাউন্সিলরদের আবার ভোট দিতে হবে।
এদিকে নির্বাচন বর্জন করা ৪৮টি ক্লাব প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। তাদের দাবি, বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধি, একটি অ্যাডহক কমিটি গঠন এবং নতুন কমিশনের অধীনে পুনরায় নির্বাচন আয়োজন করা হোক।
এই ক্লাবগুলো অভিযোগ করেছে যে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশেপাশে থাকা একটি স্বার্থান্বেষী মহল এবং কিছু মন্ত্রণালয়ের কর্মকর্তার অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে কাউন্সিলরশিপ বিরোধে কারসাজি করে নির্বাচনকে বিতর্কিত করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে