জকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলছে যা বিকেল ৩টা পর্যন্ত চলবে।
এই নির্বাচনে কেন্দ্রীয় পরিষদের ২৩টি পদে মোট ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১৬,৪৪৫। নির্বাচনে চারটি প্যানেল—ছাত্র দল ও ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, বামপন্থী দলসমূহ এবং জাতীয় ছাত্র শক্তি প্রতিদ্বন্দিতা করছে।
ভোটপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনারও জোরদার করা হয়েছে।
এর আগে নানা কারণে নির্বাচনের ভোটগ্রহণের তারিখ তিনবার স্থগিত করা হয়েছিল। তবে পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের মধ্যে আজ এই বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোটগ্রহণের কারণে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা আজ বন্ধ রাখা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে