Views Bangladesh Logo

জাকসু: ফজিলাতুন্নেসা হলে ২ ঘণ্টা বন্ধের পর আবার ভোট শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোটগ্রহণ দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ভোট কার্যক্রম আবার চালু হয়।

এর আগে সকাল ১১টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান মেয়েদের হলে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, তিনি অনুমতি ছাড়া হলে প্রবেশ করেছিলেন। এ সময় কর্তৃপক্ষ ভোট বন্ধ করে দেয়। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদী দাবি করেন, তিনি একজন শিক্ষকের অনুমতি নিয়েই হলে প্রবেশ করেছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত শেখ সাদী হাসান এবং ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ আদিব। ভোট দেয়ার পর ছাত্রদলের প্রার্থী অভিযোগ করেন, প্রশাসন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ-সুবিধা দিচ্ছে এবং কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে।

অন্যদিকে, শিবির সমর্থিত ভিপি প্রার্থী আদিব সাধারণ শিক্ষার্থীদের ওপর আস্থা রাখার কথা জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, নিয়মভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে ভোট শুরুর কথা থাকলেও কিছুটা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে কেন্দ্রগুলোতে পৌঁছানো হয় ব্যালট বাক্স, পেপারসহ ভোটের সরঞ্জাম। পোলিং এজেন্টরা দায়িত্ব গ্রহণ করেন। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ