Views Bangladesh Logo

ভোটগ্রহণ স্বাভাবিক, গুজবে কান না দেয়ার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। ভোট স্থগিত হওয়ার বিষয়ে যে গুজব ছড়িয়েছে, তাতে কান না দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন যে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও স্বাভাবিকভাবে চলছে।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার তারিক মঞ্জুর।

টিএসসি কেন্দ্রেও একই সময়ে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। এখানে বেগম রোকেয়া হলের ছাত্রীরা ভোট দিচ্ছেন। কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা সকাল ১১টা ১৫ মিনিটে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা নিবিড়ভাবে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে এবং সারাদিন শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ