Views Bangladesh Logo

নির্বাচনে ১০ লাখ সরকারি কর্মচারীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় ১০ লাখ সরকারি কর্মচারীর ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তরে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে এ কথা জানান সিইসি। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিইসি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আগের নির্বাচনগুলোতে ভোট দিয়েছেন।

একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য কমিশনের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে নাসির উদ্দিন বলেন, এজন্য গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক মিডিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, আমরা প্রবাসী এবং নির্বাচনকালীন দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদেরও ভোট দেয়ার ব্যবস্থা করব। এবার প্রায় ১০ লাখ সরকারি কর্মচারীকে ভোটদানের প্রক্রিয়ার আওতায় আনা হবে। আমরা নির্বাচনকে ‘আয়নার মতো স্বচ্ছ’ করতে চাই।

ইসি সূত্র জানায়, সোমবার দুইটি পৃথক সেশন অনুষ্ঠিত হবে—সকাল ১০টা ৩০ মিনিটে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর ২টা ৩০ মিনিটে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে। আলোচনায় প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সিইসি আরও জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসব এবং এরপরে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন। তিনি আশ্বাস দেন যে, এই সংলাপগুলো থেকে যে সুপারিশগুলো আসবে, কমিশন তা বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজের সদস্য, বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচন পূর্ব আলোচনা শুরু করে নির্বাচন কমিশন। তবে উদ্বোধনী দিনের এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের অর্ধেকেরও বেশি অনুপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ