টিএসসি ও ঢাবি ক্লাবে ভোট গণনায় বিঘ্ন: উত্তেজনায় গণনা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট গণনা হঠাৎ বন্ধ হয়ে গেছে। নির্বাচনী প্রার্থীদের বাধার কারণে ভোট গণনা স্থগিত রাখা হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে।
ভোট গণনা বন্ধ থাকা কেন্দ্রগুলো হলো শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রশিবির সমর্থিত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সাদিক কায়েম সমর্থকদলের সঙ্গে ঢাবি ক্লাব কেন্দ্রে প্রবেশ করেন। তার উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেন্দ্রের পর্যবেক্ষকরা জানিয়েছেন, এখনো ভোট গণনা শুরু হয়নি।
অন্যদিকে টিএসসি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক প্রার্থী হাসিবুল ইসলাম প্রবেশপথে দাঁড়িয়ে হট্টগোল তৈরি করেন। তারা ‘ভোট চোর, প্রশাসন ভোট চোর’ স্লোগান দেন, ফলে কেন্দ্রে ভোট গণনা শুরু করা যায়নি। আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, সাদিক কায়েম একাধিক কেন্দ্রে ভোট গণনা দেখছেন, অথচ তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার বিকেলে ভোটগ্রহণের পর সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখার বদলে প্রশাসন নিরাপত্তা পাসের আড়ালে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ক্যাম্পাসে ঢুকতে দিয়েছে।'
ভোটগ্রহণের পুরোদিন জুড়ে অনিয়মের অভিযোগ তুলেছেন আবিদুল ইসলাম খান। তিনি সতর্ক করেছেন, ভোট গণনায় কোনো ম্যানিপুলেশনের চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে