Views Bangladesh Logo

৬ দিন পর আবারও মুক্তমঞ্চে গাইলেন দৃষ্টিপ্রতিবন্ধী হেলাল পরিবার

য় দিন আগে মাদ্রাসা শিক্ষার্থীদের বাধার মুখে গান বন্ধ হয়ে গিয়েছিল দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী হেলাল মিয়া ও তার পাঁচ সন্তানের। সেই ঘটনার পর আবারও জেলা শহরের পৌর মুক্তমঞ্চে গান গাওয়ার সুযোগ পেলেন তারা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মুক্তমঞ্চে পৌঁছালে ভক্ত–শ্রোতারা করতালি দিয়ে তাদের স্বাগত জানান। গান গাইতে ফিরে পেয়ে হেলাল মিয়া ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেন। তাদের ভাষায়, ‘জীবিকার অনিশ্চয়তা আপাত কাটল।’

জন্মান্ধ হেলাল মিয়ার পাঁচ ছেলে–মেয়ে, তিন নাতি–নাতনিসহ একই পরিবারের নয়জন দৃষ্টি প্রতিবন্ধী। হেলাল মিয়া সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে পৌর মুক্তমঞ্চে গান গেয়ে মানুষের আর্থিক সহযোগিতায় জীবন চালিয়ে আসছিলেন।

গত বুধবার বাউল আবুল সরকারের বিচার দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে মুক্তমঞ্চে তাদের গান বন্ধ করে দেওয়া হয়। এতে তারা মানবেতর পরিস্থিতিতে পড়েন। বিষয়টি ভিউজ বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

ঘটনার পর সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান কচি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তাদের আশ্বাস পাওয়ার পর তিনি হেলাল মিয়াকে পুনরায় মুক্তমঞ্চে গান গাইতে বলেন।

সাবেক পৌর মেয়র হাফিজুর মোল্লা কচি বলেন, আলোচনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বলে দিয়েছে— ভবিষ্যতে যেন আর কোনো সমস্যা না হয়।

আবেগাপ্লুত হেলাল মিয়া বলেন, গান গেয়ে সবার সাহায্যেই ৯ অন্ধসহ আমাদের ১৩ জনের পরিবার চলে। আবার গান গাইতে পারার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিএনপি নেতা কচি ভাই, জহির ভাই ও সিরাজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতা চাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ