Views Bangladesh Logo

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। মিশনের সামনে ঝোলানো নোটিশে সাময়িকভাবে সেবা বন্ধ রাখার কারণে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি একটি সংগঠনের ২০–২৫ জন সমর্থক বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে তারা বাংলাদেশিদের ভারত ছাড়ার আহ্বান জানায়।

এ ছাড়া রোববার ভারতের শিলিগুঁড়িতে অবস্থিত বাংলাদেশের একটি ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।


এসব ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ