‘ক্রিম আপা’ শারমিন শিলার বিরুদ্ধে মামলা
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমিন শিলার বিরুদ্ধে তার শিশু সন্তানদের নির্যাতনের অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান ‘শিশু আইন ২০১৩’-এর আওতায় এ মামলা করেন।
এর আগে, শারমিনের বানানো কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে শিশুদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়।
রোববার (৬ এপ্রিল) ‘একাই একশ’ নামের একটি মানবাধিকার সংগঠন ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে শারমিনের শাস্তির দাবি জানায়।
মামলার এজাহারে বলা হয়, আশুলিয়ার বাসিন্দা শারমিন শিলা একজন বিউটিশিয়ান। ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমিন নিজের তৈরি প্রসাধনী বিক্রি ও মেকআপ করে জীবিকা নির্বাহ করেন।
তিনি তার শিশু সন্তানদের ব্যবহার করে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট বানিয়ে পোস্ট করতেন।
চলতি বছরের ৩০ মার্চ বিকেল ৪টার দিকে তিনি একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন, যেখানে দেখা যায়— তিনি জোর করে তার দুই বছর বয়সী মেয়েকে কেক জাতীয় একটি খাবার খাওয়াচ্ছেন।
পুরনো ভিডিওগুলোতে দেখা যায়— তিনি সন্তানকে গালাগালি করছেন, জোর করে তাদের ক্যামেরার সামনে আনছেন এবং ভিডিও বানাতে গিয়ে তাদের মারধর করছেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, ভাইরাল হতে শারমিন প্রায় এক বছর ধরে সন্তানদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন, যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ‘মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে