গোপালগঞ্জে সহিংসতায় ৩ জন নিহত, আহত অনেকে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে পুলিশের সঙ্গে আওয়ামী লীগপন্থি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরে এই সহিংস ঘটনা ঘটে। পুলিশ, সেনাবাহিনী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে উত্তেজনার জেরে এই সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, ‘গুলিবিদ্ধ ও আহত অবস্থায় মোট ১১ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ৩ জন মারা গেছেন এবং ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।’
ঘটনার পর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারিসহ ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে