Views Bangladesh Logo

তৃতীয় বছরে পদার্পণ করল ভিউজ বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের প্রথম রিয়াল টাইম বাই-লিঙ্গুয়াল (ইংরেজি ও বাংলা) ওয়েবসাইট ‘ভিউজ বাংলাদেশ’ আজ তৃতীয় বছরে পদার্পণ করল। রবিবার (২৮ ডিসেম্বর) ঘরোয়া আয়োজনে ভিউজ বাংলাদেশ-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে।

'প্রমোটিং পজিটিভ বাংলাদেশ' এই শ্লোগান নিয়ে ২০২৩ সালের এই দিনে সম্পাদক রাশেদ মেহেদীর নেতৃত্বে যাত্রা শুরু করে ভিউজ বাংলাদেশ। গত দুই বছরে সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গতিশীল সংবাদ এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে ভিউজ বাংলাদেশ পাঠকপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

দিবসটি উপলক্ষে সম্পাদক রাশেদ মেহেদী বলেন, ‘সত্যিকারের গণমাধ্যমে গণমানুষের সত্যিকারের কথা তুলে ধরা চ্যালেঞ্জের এবং আমরা এ চ্যালেঞ্জে জয়ী হবো।'

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য, মানুষের অপ্রয়োজনীয় হাড়ির খবর নয়, বরং রুচিশীল গঠনমূলক মানসম্মত ও দেশ-জাতি-সমাজের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নিউজ-ভিউজ প্রকাশ-প্রচার করে রুচিশীল ও মননশীল পাঠক গড়া।’ সংবাদের গভীরে পৌঁছে সত্য তুলে আনার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বর্ষপূর্তি উপলক্ষে ভিউজ বাংলাদেশ এর কার্যালয়ে এই দিন বেলা ১২টা থেকে একটি বিশেষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা সংবাদ বিশ্লেষক, গবেষক, বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী এবং একাডেমিশিয়ানরা।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ