Views Bangladesh Logo

বিজয় দিবসে মুক্তি পাচ্ছেন পাঁচ কারাবন্দী

 VB  Desk

ভিবি ডেস্ক

কারা কর্তৃপক্ষ আসন্ন বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে দণ্ডিত পাঁচ কারাবন্দীর অবশিষ্ট সাজা মাফ করে মুক্তি দেওয়ার আদেশ জারি করেছে।

বুধবার কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (গণমাধ্যম ও উন্নয়ন) মো. জান্নাত উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত বন্দীদের মধ্যে পাঁচজনের অবশিষ্ট সাজা মওকুফ করে তাঁদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মো. জান্নাত উল ফরহাদ বলেন, “কারা অধিদপ্তর থেকে পাঁচ বন্দীর মুক্তির আদেশ সংশ্লিষ্ট কারাগারে পৌঁছালে তাঁদের সেখান থেকে মুক্তি দেওয়া হবে।”

তিনি আরও জানান, মুক্তির আদেশ প্রাপ্ত বন্দীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তারা মারামারি ও প্রতারণার মামলার আসামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ