বিজয় দিবসে ভারতের মোদি ও রাহুল গান্ধীর পোস্টে বাংলাদেশের নাম অনুপস্থিত
মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী আলাদা আলাদা সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ১৯৭১ সালের যুদ্ধকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তবে দুজনই কোথাও বাংলাদেশের নাম বা স্বাধীনতার মূল প্রেক্ষাপট উল্লেখ করেননি, যা নতুনভাবে আলোচনার সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মোদি বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে লিখেছেন, “বিজয় দিবসে আমরা আমাদের সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল।” পুরো বার্তায় একবারও বাংলাদেশের উল্লেখ নেই।
একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা রাহুল গান্ধীর বক্তব্যেও যুদ্ধের স্থান বা অংশীদারির কোনো উল্লেখ ছিল না। তিনি লিখেছেন, “বিজয় দিবসে আমি আমাদের সশস্ত্র বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধে সীমান্ত রক্ষার সময় বীরত্ব ও অটল সংকল্প প্রদর্শন করেছিলেন।”
এর আগে ভারতের সেনাবাহিনী বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে একটি পোস্ট প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছিল, মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সেনারা লড়াই করেছিলেন এবং এ যুদ্ধ দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছিল।
তবে রাজনৈতিক নেতৃত্বের সাম্প্রতিক পোস্টগুলোতে এই প্রেক্ষাপট অনুপস্থিত থাকায় বিষয়টি ইতিহাসের অসম্পূর্ণ উপস্থাপন হিসেবে সমালোচিত হচ্ছে।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী বাংলাদেশের জনগণের ওপর বর্বর হামলা চালিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছিল। দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধারা মূলত যুদ্ধ পরিচালনা করেন। ভারত ৩ ডিসেম্বর যৌথ বাহিনী হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করে এবং পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে