না ফেরার দেশে তামিল অভিনেতা মাধান বব
প্রখ্যাত তামিল অভিনেতা ও কৌতুকশিল্পী মাধান বব আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
মাধান ববের আসল নাম এস কৃষ্ণমূর্তি। তিনি পরিবারের অষ্টম সন্তান ছিলেন। অভিনয়ে স্বতন্ত্র ভঙ্গি ও হাস্যরসের জন্য তামিল সিনেমায় অল্প সময়েই পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ক্যারিয়ারে তিনি কমল হাসান, রজনীকান্ত, অজিত, সুরিয়া ও বিজয়ের মতো তারকাদের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন।
সিনেমার পাশাপাশি টেলিভিশনেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু?’-তে তিনি বিচারক হিসেবে কাজ করেন।
অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতেও পারদর্শী ছিলেন। ‘তেনালি’ ছবির ডায়মন্ড বাবু ও ‘ফ্রেন্ডস’ ছবির ম্যানেজার সুন্দরেশন চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে।
তামিল চলচ্চিত্র অঙ্গন ও অসংখ্য ভক্ত তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার পর্দার উপস্থিতি ও রসবোধ চিরকাল মনে রাখবে দর্শক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে