Views Bangladesh Logo

প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রবীণ সাংবাদিক এবং দৈনিক সংবাদের যশোর অফিসের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ মারা গেছেন। যশোর থেকে প্রকাশিত পাক্ষিক যশোরের কাগজের সম্পাদক ছিলেন তিনি।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ২৭ জুলাই সাংবাদিক রুকুনউদ্দৌলাহ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।সম্প্রতি হার্টে তিনটি রিং স্থাপন শেষে তিনি যশোরে ফিরেছিলেন।

সাংবাদিকতায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন আইইডি পুরস্কার, যশোর শিল্পী গোষ্ঠী পদক, জ্ঞানমেলা পদক এবং বজলুর রহমান স্মৃতিপদক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ