Views Bangladesh Logo

সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ

 VB  Desk

ভিবি ডেস্ক

সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার জানিয়েছে, তিনি সকাল ১০টার দিকে বাসা থেকে কাজে বের হলেও এরপর আর তার কোনো খোঁজ মেলেনি।

তার ভাই চিরঞ্জন সরকার শুক্রবার ফেসবুকে লিখেছেন, “ভাই সকাল ১০টায় অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলেন। কিন্তু অফিসে পৌঁছাননি। পরিচিতজনদের কাছ থেকেও কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি এমনকি মোবাইল ফোনটিও বাসায় রেখে গেছেন।”

বিভুরঞ্জন সরকারের পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তারা জানিয়েছেন, তার হঠাৎ নিখোঁজ হওয়া তাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

তার নিখোঁজের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী সাংবাদিক, লেখক ও সাবেক ছাত্রনেতারা।

১৯৫৪ সালে জন্ম নেওয়া বিভুরঞ্জন সরকার স্কুলজীবনেই সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৬০-এর দশকের শেষ দিকে তিনি দৈনিক আজাদ–এ প্রাদেশিক সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র এবং মৃদুভাষণ–এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায়দিন–এ ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তার রাজনৈতিক বিশ্লেষণ ব্যাপক সাড়া ফেলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ