Views Bangladesh Logo

প্রবীণ সাংবাদিক বাদল আহমেদ আর নেই

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সম্মানিত সদস্য এবং জ্যেষ্ঠ সাংবাদিক বাদল আহমেদ মারা গেছেন। সোমবার ভোর ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সাপ্তাহিক 'প্রতিচিত্র' পত্রিকায় বহু বছর কাজ করেছেন এবং 'বিজয় টেলিভিশন'-এর নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর সময় তিনি 'দৈনিক আমার বার্তা' পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বাদল আহমেদের মৃত্যুতে বাচসাস পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক যৌথ শোকবার্তায় বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাদল আহমেদ বাচসাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ সহ-সভাপতির পদে ছিলেন এবং একসময় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।

বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানান, আজ আসরের নামাজের পর রাজধানীর গোলাপবাগে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে দাফন করা হবে।

বাংলাদেশের সাংবাদিক সমাজে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ