Views Bangladesh Logo

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই

লিউডের প্রথিতযশা অভিনেতা ধর্মেন্দ্র (৮৯) সোমবার (২৪ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

গত অক্টোবরের শেষ দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। প্রায় দু–সপ্তাহ চিকিৎসার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন, কিন্তু ফের অবস্থার অবনতি ঘটে। সোমবার সকালের দিকে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।

অভিনেতার বাড়িতেই দ্রুত তা খবর ছড়িয়ে পড়ে। মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স যায় এবং পরবর্তীতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তারকাদের অনেকেই সেখানে আসেন — সালমান খান, শাহরুখ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কিন্তু দাহ–প্রক্রিয়া নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়। মুম্বাইয়ের ভিলে পার্লে দাহশালায় ধর্মেন্দ্রর পারিবারিক সদস্যরা সমবেত হলেও আনুষ্ঠানিক মৃত‍্যু ঘোষণা না করায় গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।

পরিবার পক্ষ এখনো পুরোপুরি মৃত্যু বিষয়টি সর্বজনিকভাবে নিশ্চিত করেনি। তবে কিছু গণমাধ্যম বলেছে, ভুয়া গুজবগুলো ঠেকাতে দিওল পরিবার গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বলিউড পরিচালক করণ জোহর সামাজিক মাধ্যমে ধর্মেন্দ্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এক যুগের অবসান। এক মহান মেগাস্টার … তিনি চিরকাল ভারতীয় সিনেমার আসল কিংবদন্তি হয়ে থাকবেন।’

ধর্মেন্দ্র বলিউডে পদার্পণ করেছিলেন ১৯৬০ সালে ‘দিলও ভি তেরা হম ভি তেরে’ সিনেমার মাধ্যমে। পরবর্তী সময়ে ‘শোলে’, ‘ধর্ম ভীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাঁও মেরা দেশ’ ও ‘ড্রিম গার্ল’-এর মতো অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি অ্যাকশন এবং রোমান্টিক নায়ক হিসেবে নিজের এক আলাদা স্থান গড়ে তুলেছিলেন।

ভক্তরা তাকে ‘হি-ম্যান’ নামে ডাকতেন — সুন্দর দেহাভঙ্গি ও অ্যাকশন-স্টিলের জন্য। ধর্মেন্দ্র আজও ভারতীয় চলচ্চিত্রে এক উজ্জ্বল কিংবদন্তি হিসেবে স্মরণীয় থাকবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ